কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত ৬ টি নিদের্শনা দিলেন কক্সবাজার জেলা প্রশাসক

রফিক মাহমুদ::

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত ৬ টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন।

গত ২১ মে বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত জরুরী মিটংয়ে উক্ত ৬ টি গুরুত্বপূর্ণ সিদান্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তা ছাড়াও তিনি জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছাও জানিয়েছেন।

মিটিংয়ে জেলা প্রশাসক কামাল হোসেন ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান সহ সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধিরা।

৬ টি গুরুত্বপূর্ণ নিদের্শনা উল্লেখ্য করা হল:

১. খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা যাবে না। মসজিদের অভ্যন্তরে আয়োজন করতে হবে।

২. মসজিদে ১ ঘন্টা পর পর একাধিক জামাত হবে।
৩. প্রতি জামাতে পৃথক পৃথক ইমাম এবং মুয়াজ্জিন থাকবেন।

৪. প্রত্যেক জামাতের পর মসজিদ স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

৫. ৩ ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে৷

৬. মসজিদে কোন কার্পেট বিছানো যাবে না। মুসল্লীগণ ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করতে পারবেন।

নিজেদের স্বার্থে নির্দেশনা মেনে চলি, সুস্থ থাকি। সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানাই।

পাঠকের মতামত: