কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গলা টিপে শিশু হত্যা, আটক ১

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা গলা টিপে হত্যা করেছে এক রোহিঙ্গা শিশুকে। ওই শিশু ক্যাম্প-১৫ এর আনোয়ার হোসেন এর শিশু কন্যা হাফছা খানম।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ক্যাম্প পুলিশ। আটককৃত নারীর নাম ফরমিলা আক্তার (২২)। সে একই ক্যাম্পের হোসেন আহমদের স্ত্রী বলে জানা গেছে।

রোববার গভীর রাতে পুলিশ শিশু কন্যার লাশটি উদ্ধার করেছে বলে ক্যাম্প পুলিশের উপ-পরির্দশক সোহাগ মিয়া জানিয়েছেন।

রোববার সন্ধায় উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্প-১৫ এ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, একদল সন্ত্রাসী স্বর্ণের লোভে শিশুটি অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে যায়। ওখানে নিয়ে সন্ত্রাসীরা ওই শিশুকে গলা টিপে হত্যা করে তার গলায় এবং কানে থাকা স্বর্ণ গুলো নিয়ে যায়।

পরে রোহিঙ্গাদের সহযোগীতায় ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে স্বর্ণ ও শিশুর লাশটি উদ্ধার করেছে।

এ ব্যাপারে উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্প পুলিশ ফাড়িঁর ইনচার্জ মনজুরুল কাদের সত্যতা স্বীকার করে বলেন সোমবারে এ ঘটনা একটি হত্যা কান্ডের মামলা উখিয়া থানায় দায়ের করা হয়েছে

পাঠকের মতামত: