কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব এইডস দিবস পালিত

ফারুক আহমদ, উখিয়া::

‘’সারা বিশ্বের ঐক্য, এইডস প রতিরোধের সবাই নিব দায়িত্ব’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে  মঙ্গলবার (১ ডিসেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে উখিয়ায় বিশ্ব এইডস দিবস উদযাপন হয়েছে।

উপজেলা প্রশাসনের সহায়তায় জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এনজিও সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং লাইট হাউস যৌথভাবে দিবসটি পালন করেন। আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন উখিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন  আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সমাজে ঝুঁকিপূর্ণ বসবাসরত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও  এইডসের সংক্রমণের হাত থেকে বাঁচাতে সচেতনতা মূলক কার্যক্রম আরো গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।

 এর আগে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী উদ্বোধন উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা। উপস্থিত ছিলেন রাসেল চৌধুরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সইদুল আলম ডিএসসি ম্যানেজার লইট হাউস নাজমুল হক কোর্ডিনেটর, ও জসিম উদ্দিন সেন্টার ম্যান জার বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং বিভিন্ন জনগোষ্ঠী ও হিজড়া সম্প্রদায়ের মানুষ।

এদিকেউক্ত র‌্যালিটি উখিয়া উপজেলা অফিসারের কার্যালয় থেকে শুরু হয়ে উখিয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পাঠকের মতামত: