কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উখিয়া বন বিভাগ’র অভিযানে অবৈধ ১৭ টি দোকান ঘর উচ্ছেদ

 

নিজস্ব প্রতিবেদক :
উখিয়া বন বিভাগের সদর বনবিটের আওতাধীন কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে স্থাপনের চেষ্টাকালে ১৭ টি দোকান ঘর উচ্ছেদ।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ’র নির্দেশনায় সোমবার ( ১৭ জানুয়ারি ২০২২) উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সদর বনবিটের আওতাধীন কুতুপালং বাজার সংলগ্ন কতিপয় ব্যক্তি সরকারি বনভূমিতে জবর দখল করে অবৈধ দোকান নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে এমন খবরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ’র নির্দেশনায় উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম’র নেতৃত্বে অভিযান চালিয়ে ১৭ দোকান ঘর উচ্ছেদ করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন বিভাগের জমিতে গড়ে ওঠা ১৭ টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় জড়িত থাকায় শাহ জাহান নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।

সংরক্ষিত বনভূমি রক্ষায় উখিয়া বন বিভাগে আওতাধীন অবৈধভাবে গড়ে উঠা সকল দোকান বাড়ি উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: