কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উখিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ স্থানীয়দের মাঝে সিজেডএম’র খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক::

উখিয়ার পালংখালি ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ দুই শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সাহায্য সংস্থা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।

প্রতি পরিবারকে ১ মাসের জন্য বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল সহ ১৮ প্রকারের পণ্য।

শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ স্থানীয়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর পূর্বে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৩০০ রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয় সিজেডএম-এর উদ্যোগে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ও সিজেডএম’র প্রকল্প সমন্বয়কারী সাঈদ মুহাম্মদ আনোয়ার সহ অনেকে।

উল্লেখ্য, গত ২২ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে বালুখালীর ৪টি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় ১২৬ পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়।

পাঠকের মতামত: