কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা ডটকম::

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩’শ পিস ইয়াবাসহ জাহিদ আলম(১৯) নামে রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

জাহিদ আলম(১৯) রোহিঙ্গা ক্যাম্প-১৪ ব্লক-বি/৫ এর বাসিন্দা বশির আহমেদ ছেলে।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে উখিয়া থানা আজমীর হোসেনের এর নেতৃত্বে একটি দল।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান নিয়েছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও জাহিদ আলম(১৯) আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৩’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মেদ সঞ্জুর মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে৷

পাঠকের মতামত: