কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উখিয়ায় করোনা সচেতনতায় রোহিঙ্গা নারীরা তৈরী করছে মাস্ক

শ.ম.গফুর, উখিয়া::

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনে চরম ঝুঁকিতে আছে কক্সবাজারের রোহিঙ্গা কমিউনিটি।সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা জাগ্রণের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) এর বিধিমালা অনুসরণ করে ইতিমধ্যে সরকারী-বেসরকারী সংস্থা নানা কর্মসূচি বাস্থবায়ন করছে। সংক্রমন প্রতিরোধে যথাযথ নিয়মে হাত ধোয়া, হ্যান্ড গ্লাভ ও মাস্ক ব্যবহার করা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য।

বর্তমানে প্রয়োজনীয় মাস্কের সীমাবদ্ধতা এবং ব্যাপক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে DFID এর আর্থিক সহযোগিতায় ও UNOPS এর আর্থিক ব্যবস্থাপনায় Christian Aid Consortium:এর নেতৃত্বে SHPR প্রকল্প বাস্তবায়ন করছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ২৪০জন প্রশিক্ষিত রোহিঙ্গা উপকারভোগি ৩০টি সেলাই মেশিনের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প-১৫ ও ১৪ তে মাস্ক তৈরি করে যাচ্ছে। তৈরিকৃত মাস্ক সংশ্লিষ্ট ক্যাম্প ইন চার্জ (সিআইসি)’র সহযোগিতায় প্রকল্পের উপকারভোগীদের মধ্যে শিঘ্রই বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে।

এছাড়াও DSK-SHPR প্রকল্পের মাঠ পর্যায় কর্মীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ এর স্বাস্থ্য বাতায়ণ প্রচারণায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পাঠকের মতামত: