কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নে নিশ্ছিদ্র নিরাপত্তায় চলছে স্থগিত কেন্দ্রের ভোট

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থগিত হওয়া ভোটগ্রহণ চলছে নিছিদ্র নিরাপত্তায়। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টায় নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় ধাপে ভোটগ্রহণের সময় কেন্দ্রে সহিংসতার ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন৷

উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্থগিত কেন্দ্রটিতে মূলত দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। মহিলা-পুরুষ মোট ৩৩০৫ ভোটার ভোট প্রয়োগ করবে।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রটিতে র‌্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

পাঠকের মতামত: