কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় বাজার তদারকি অভিযান: ৯ দোকানীকে ৭২ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন স্টেশনে বাজার তদারকি অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২৭ জুলাই (সোমবার) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।

অতিরিক্ত মূল্য আদায়, পণ্যের মূল্য তালিকা না থাকায়, ওজন কম দেওয়ায় ৯ ব্যবসা প্রতিষ্টানকে ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন।

ব্যবসা প্রতিষ্টান গুলোর মধ্যে রয়েছে- উখিয়া ইসহাক ট্রের্ডাসকে ৫ হাজার টাকা, কোর্টবাজারে মোঃ বেলাল ট্রেডার্সকে ১০হাজার টাকা, কামাল স্টোরকে ২০ হাজার টাকা, ইদ্রিচকে ৫ হাজার টাকা, সুমাইয়া স্টোরকে ৫ হাজার টাকা, আহমদকে ৫হাজার টাকা, কুতুপালং মামুন ট্রের্ডাসকে ১০হাজার টাকা, মাহিয়া গ্যাস ট্রের্ডাসকে ১০ হাজার টাকা, কেটিপি ফাস্ট ফুডকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় প্রসিকিউশন দাখিল করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর তরুন বড়ুয়া, উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন র‌্যাব-১৫।

পাঠকের মতামত: