কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

উখিয়ায় মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা সম্পন্ন

সাহেদ হোসেন মুবিন, উখিয়া::

কক্সবাজারের উখিয়ায় মানব পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা প্রশিক্ষণ করেছেন এনজিও সংস্থা ইপসা।

সোমবার (১৯ জুলাই) সকাল ১০ টায় উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মানব পাচার প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় অংশ নেন উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, উখিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, ইপসার পক্ষে বক্তব্য রাখেন জিসু বড়ুয়া, শুভ্র অধিকারী, সাইদুজ্জান, শহীদুল ইসলাম, কাজী তাহমিনা সুলতানা ও মোহাম্মদ ইসমাঈল ।

এসময় উপস্থিত ছিলেন উখিয়ার কর্মরত সাংবাদিক শফিক আজাদ, পলাশ বড়ুয়া শহিদুল ইসলাম, জসিম আজাদ, শরিফ আজাদ, তানভীর শাহরিয়ার, রফিক মাহমুদ, এনএইচ নিরব, এইচ কে রফিক, ইমরান আল মাহমুদ, আলা উদ্দিন সিকদার, শাহেদ হোছাইন মুবিন, দেলোয়ার হোসেন টিসু, মোহাম্মদ শহিদ, কায়ছার হামিদ মানিক, রিদুয়ান সহ প্রমুখ অংশ নেন।

পাঠকের মতামত: