কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উখিয়ায় ‘সর্বাত্মক লকডাউনের’ প্রথম দিনে ৪৩ জনকে জরিমানা

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা ডটকম::

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে ফের ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। সারা দেশের ন্যায় উখিয়া সর্বাত্মক লকডাউন পালনে কঠোর নজরদারি করেছে উপজেলা প্রশাসন।

সর্বাত্মক লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৮ মামলায় ৪৩ জনকে ৭৬০০ টাকা জরিমানা করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ এপ্রিল) সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে উখিয়ার বিভিন্ন স্থানে দিনভর অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহেছান খান।

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বলেন, সরকার করোনার সংক্রমণ কমানোর জন্যই সর্বাত্মক লকডাউন দিয়েছে। সঠিকভাবে লকডাউন পালন করলে করোনা সংক্রমণ কমে যাবে। সবাই অবশ্যই মাস্ক পড়বেন এবং কঠোরভাবে লকডাউন পালন করবেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার ও সিপিপি’র সদস্যরা। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে উখিয়া উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: