কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে শ্যামা পূজা উদযাপন

উখিয়া উপজেলার কুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্পের শক্তি কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে দু’দিনব্যাপী শ্যামা পূজা উদযাপন করা হয়েছে৷

রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়৷

কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পূজা উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় এবং শক্তি কক্সবাজারের পরিচালনায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের অন্যতম দ্বীপাবলি (শ্যামা পূজা) উৎসব।

রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত থাকার পর থেকে প্রতিবছর উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পেরে সন্তুষ্ট সনাতন ধর্মালম্বীরা।

এই ক্যাম্পে শক্তি কক্সবাজার প্রতিবছর অন্যতম পূজাগুলো পরিচালনা করে আসছে।

এবছর করোনা মহামারীতে এসেও স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপন করতে পারায় ‍সন্তুষ্ট শরণার্থী শিবিরে আশ্রিত এসকল সনাতন ধর্মালম্বী।

বিকেলে সৈকতে প্রতিমা বিসর্জনের সময় হিন্দু রোহিঙ্গা নেতাদের মধ্যে- মিন্টু রুদ্র, বলরাম শিল, হ্নদয় শীল, সুমন্ত রুদ্র, মদুরাম পাল, জোৎসা বালা, রত্মা শীল, বিনয় বালা শীলা সহ অসংখ্য সনাতন ধর্মালম্বী এতে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: