কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ায় ৭ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা ডটকম::

কক্সবাজারের উখিয়া রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা ব্রীজের পাশে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ রবিউল হোসাইন (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিমের নেতৃত্বে তাকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায় বলে জানান।

আটককৃত আসামি হলেন, রবিউল হোসাইন (২৫), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২/ ব্লক-ডি/ডব্লিউ এর বাসিন্দা মোঃ তৈয়বের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গয়ালমারা ব্রীজের পাশে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান নিয়েছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও রবিউল হোসাইন আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা স্থানীয় জনগনের সামনে উদ্ধার করা হয়।

এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মেদ সঞ্জুর মোরশেদ জানান, রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা ব্রীজের পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজর পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে৷

পাঠকের মতামত: