কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়ায় ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

মিয়ানমারে সামরিক শাসন ও জরুরী অবস্থার মাঝেও বাংলাদেশে ইয়াবা পাচার ব্যবসা বন্ধ হয়নি। ৮০ হাজার ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশকালে সীমান্তরক্ষী বিজিবি জব্দ করেছে। শুক্রবার ভোররাত সাড়ে ৩ টার দিকে উখিয়ার ডেইলপাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে মিয়ানমার সীমান্তের রেজুপাড়া বিওপি’র সদস্যগণ এসব ইয়াবা উদ্ধার করে বলে জানান কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি),র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
তিনি জানান, মিয়ানমার হতে কয়েকজন মাদক কারবারি পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসার সময় বিজিবি টহলদল দেখে পাহাড়ী জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশী করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।

পাঠকের মতামত: