কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বিশ্ববিদ্যালয় ছাত্রের আহবান

উখিয়া উপজেলা পুরোপুরি লকডাউন করুন

উখিয়া একটি রোহিঙ্গা অধ্যুষিত ঘনবসতিপূর্ণ এলাকা।এখানে রোহিঙ্গা, স্থানীয় আর এনজিও কর্মী মিলে প্রায় ১৫ লাখ মানুষের বাস।করোনার প্রথম দিকে প্রায় এনজিও বন্ধ ঘোষণা করলে সারাদেশ থেকে কাজ করতে আসা এনজিও কর্মীরা নিজ নিজ বাসায় ফিরে যায়।

সম্প্রতি অনেক এনজিও করোনার সংকটকে উপেক্ষা করে পুনরায় ক্যাম্পে কাজ শুরু করছে।ফলে বাড়িতে ফিরে যাওয়া চাকরী করতে ফিরতে হচ্ছে উখিয়ায়।তারা সারা দেশের আক্রান্ত এলাকা থেকে নানা কৌশলে চলে আসছে চাকরী বাঁচাতে।

তাছাড়া উখিয়ার বিভিন্ন গ্রামের অনেক মানুষ এখনো কাজের তাগিদে বিভিন্ন করোনা আক্রান্ত এলাকায় অবস্থান করছে।এরকম আমার এলাকার অনেককেই জানি।তারা সুকৌশলে বাড়িতে আসে আবার সুযোগ করে প্রশাসনের চোখ ফাকি দিয়ে কাজ করতে চলে যায়।যা উখিয়ার জন্য ডেকে আনতে পারে ভয়ংকর দুঃসংবাদ।

এমতাবস্থায় প্রশাসনের উচিত এখনই উখিয়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা আর কঠোর নজরদারি জোরদার করা।

পাঠকের মতামত: