কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উখিয়া করোনা মুক্ত হয়ে ৩ রোগী বাড়ি ফিরেছে

ফারুক আহমদ, উখিয়া::

চারদিকে দুঃসংবাদের মধ্যে কিছু কিছু প্রাপ্তি বাঁচার স্বপ্ন দেখার পাশাপাশি কাজে আরো অনুপ্রেরণা দেয়। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আজ একটি প্রাপ্তির দিন। করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে ৩ জন রোগীকে সম্পূর্ণ সুস্থ ভাবে বাসায় পাঠানো হয়েছে ।জীবনের ঝুঁকি মাথায় নিয়ে মানতার মহান ব্রতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদেরকে বাঁচতেে স্বপ্ন দেখিয়েছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসায় সুস্হ হয়ে বাড়িতে ফিরে গেছেন তারা হলেন, আরিফুল হাসান আসিফ, সাজ্জাদ হোসেন ও রাজু আহমেদ। করোনায় সুস্থ হওয়া রোগীদেরকে রবিবার (১৪ জুন) ফুলেল শুভেচছা জানিয়ে হাসি মুখে বিদায় দেন আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বরত ডাক্তার ও হাসপাতালের নবাগত মেডিকেল অফিসার ডাক্তার মহি উদ্দিন মহিন।

পাঠকের মতামত: