কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়ায় ১৯ হাজার ৫০০’শ পিস ইয়াবাসহ আটক ১

 

শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।

কক্সবাজারের উখিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ হাজার ৫০০’শ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব -১৫।

আটককৃত হলেন রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা করইবনিয়া এলাকার সৈয়দ হামজার ছেলে মোঃ বোরহান উদ্দিন (১৯)।

শনিবার (০৩ সেপ্টেম্বর ২০২১ ) ৪ টার দিকে রাজাপালং ইউনিয়নের মালভিটা রাস্তার মাথায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫’র একটি চৌকস দল উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ্ববর্তী মালভিটা রাস্তার মাথায় মেসার্স মাহবুব ট্রেডার্স সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক জনে আটক করা হয়। পরে তার সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ১৯ হাজার ৫০০’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করেন তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: