কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উখিয়া সোনার পাড়ায় ১০ হাজার পিস ইয়াবা সহ সৈয়দ নুরকে আটক করেছে র‍্যাব-১৫

 

শাহেদ হোছাইন মুবিন, উখিয়া :

কক্সবাজারের উখিয়া সোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ সৈয়দ নুর নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।

র‍্যাব-এলিট ফোর্স হিসেবে আত্নপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন প্রকার অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে ।

আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন ধরনের অপরাধ চিহ্নিতকরণ এবং তার প্রতিরােধে র্যাব সর্বদা কাজ করে আসছে ।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র‍্যাব-১৫,কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন জালিয়াপালং ইউপিস্থ সোনার পাড়া ইমাম হোসন স্টোরের পার্শ্বে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫,এর একটি চৌকস আভিযানিক দল শুক্রবার ( ২৪ সেপ্টেম্বর ২০২১) আনুমানিক ১০.৩০ ঘটিকায় উপরােক্ত স্থানে পৌছালে র‍্যাব-সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী সোনার পাড়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ছমি উদ্দিন এর ছেলে মোঃ সৈয়দ নুর (১৯) কে আটক করে।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমােট ১০,০০০ (দশ হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে , জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে সে উক্ত স্থানে অবস্থান করছিল এবং দীর্ঘদিন ধরে সে এ ব্যবসার সাথে জড়িত ।

আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

পাঠকের মতামত: