কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

উপকূল অতিক্রম করছে নিম্নচাপ, কমলো সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দেশের উপকূল অতিক্রম করছে। একই সঙ্গে বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপটি দুর্বল হতে থাকায় সমুদ্রবন্দরে চার নম্বর সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন ঢাকাস্থ আবহাওয়া অধিদপ্তর এর আবহাওয়াবিদ আবদুর রহমান খান।

তিনি বলেন, ‘নিম্নচাপটি বর্তমানে উপকূল অতিক্রম করছে। তবে আগের থেকে এর তীব্রতা আরও কমে আসায় সমুদ্র বন্দরগুলোর সতর্ক সংকেত কমানো হয়েছে। ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’

সতর্ক সংকেত কমলেও উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে এ নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন বিভিন্ন প্রস্তুতি নিলেও টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

বৈরী আবহাওয়ার কারণে পদ্মানদী উত্তাল থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে সকল নৌযান চলাচল।

পাঠকের মতামত: