কক্সবাজার, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু

আজ সোমবার (৩১ আগস্ট) থেকে শুরু হচ্ছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ। প্রথম ধাপে সিলেকশন না পাওয়া এবং আবেদন করতে না পারা শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করতে পারবেন বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে ২রা সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

যেসব শিক্ষার্থী প্রথম পর্যায়ে কলেজ সিলেকশন পেয়েও ভর্তি নিশ্চিত করেনি এবং যেসব শিক্ষার্থী আবেদন করা কোনো কলেজেই সিলেকশন পায়নি, তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ের মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে ৪ঠা সেপ্টেম্বর। করোনার কারণে অনিশ্চয়তার মুখে পড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয় গত ৯ই আগস্ট। ১৫ই সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে ভর্তি কার্যক্রম। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন ৫ই সেপ্টেম্বর থেকে ৬ই সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে।

পাঠকের মতামত: