কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ওব্যাট-প্রান্তিক লার্নিং সেন্টারের শিক্ষার্থীরা পেলো শীতবস্ত্র

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক দাতা সংস্থা ওব্যাট হেলপারস ইউএসএ এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি পরিচালিত ৮টি লার্নিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রোহিঙ্গা ক্যাম্প-৪ এর দরবার হলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ক্যাম্প-৪ এর ক্যাম্প ইনচার্জ (উপ সচিব) মাহফুজার রহমান।

এসময় তিনি বলেন, ” শিক্ষা-স্বাস্থ্য সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে ‘প্রান্তিক’ এর কার্যক্রম প্রশংসনীয়। আশা করছি, তাদের মানবিক এই প্রয়াসগুলো মানুষের কল্যাণে অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শীতবস্ত্রের পাশাপাশি পোশাক, ব্যাগ, জুতা, জ্যাকেট সহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।

এসময় প্রান্তিকের প্রোগ্রাম ম্যানেজার অরজিৎ কুমার রায়, শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাহাব উদ্দিন, প্রান্তিকের কর্মকর্তাবৃন্দ, লার্নিং সেন্টারের শিক্ষক, শিক্ষার্থীর অভিভাবক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: