কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ওসি প্রদীপকে জেরা করতে কারাগারে মন্ত্রণালয়ের কমিটি

সাবেক সেনা কর্মকর্তা সিনহা নিহতের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপকে জেরা করতে কারাগারে গেছে। আজ বুধবার সকালে কমিটির সদস্যরা কারাগারে প্রবেশ করেন।

পুলিশের করা মামলায় ৩য় দফায় ৩ দিনের রিমান্ডে নেয়া পুলিশের মামলার তিন সাক্ষীর ১৬৪ ধারায় জবাবনবন্দিও নেয়া হচ্ছে। কক্সবাজার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে এই জবাবনবন্দি নেয়া হচ্ছে।

এর আগে এই আদালত আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফায় সাত দিনের রিমান্ড হয়েছিলো পুলিশের করা মাদক মামলার সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আইয়াজের। এরআগে সদর হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।

পাঠকের মতামত: