কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কক্সবাজারের আদালত সমুহে জামিন, নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য কার্যক্রম বন্ধ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::

জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ব্যতিত কক্সবাজার জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর সকলা কার্যক্রম বন্ধ থাকরে। রবিবার ২২ মার্চ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা সহ সারা বাংলাদেশের অধস্তন আদালত সমুহে জন্য এ আদেশ জারি করা হয়েছে।

এ আদেশ কতদিন কার্যকর থাকবে, তার সময় আদেশে উল্লেখ না থাকলেও নিম্ন আদালতের উল্লেখিত কার্যক্রম ছাড়া নিয়মিত অন্যান্য কার্যক্রম যৌক্তিক সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আদেশে বলা হয়, করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিম্ন আদালতগুলোতে অধিক সংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এ উদ্দেশে দেশের নিম্ন আদালতগুলোতে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ছাড়া অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি রাখা আবশ্যক।

এ অবস্থায় দেশের অধস্তন নিম্ন আদালতগুলোতে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ব্যতীত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবির নির্দেশ দেওয়া হলো।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

পাঠকের মতামত: