কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

টেকনাফে উদ্ধার হাতিশাবক ডুলাহাজারা সাফারি পার্কে

টেকনাফ থেকে উদ্ধার হওয়া হাতির শাবকটিকে চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে। বুধবার (১০ মার্চ) রাত ১২টায় হাতির শাবকটি পার্কে নিয়ে যায় বনকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজাহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘হাতির শাবকটি সবল ও সুস্থ আছে। শাবকটির বয়স ৪ মাস। বর্তমানে এটিকে পার্কের কোয়ারেন্টাইন সেলের আইসোলেশনে রাখা হয়েছে। প্রতি ২ ঘন্টা পর পর শাবকটিকে দুই লিটার করে ল্যাকটোজেন্ট-১ খাওয়ানো হচ্ছে। শাবকটি অন্য কোন খাবার খাচ্ছে না।’

এর আগে বুধবার বিকেলে টেকনাফের হোয়াইক্যং বন রেঞ্জের আওতাধীন হোয়াইক্যং-শামলাপুর সড়ক সংলগ্ন খাইখালী খালের পাশ থেকে শাবকটি উদ্ধার করা হয়। শাবক হাতিটির উচ্চতা তিন ফুট।

বনকর্মীদের ধারণা, শাবকটি দলছুট হওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে ভিন্ন পথে চলে আসায় একাকি হয়ে পড়ে।

পাঠকের মতামত: