কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

কক্সবাজারে এসিড নিক্ষেপের দায়ে ১০ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক:
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড দিয়ে ঝলসে দেয়া হয় এক কিশোরীর মুখমন্ডল। ১৯৯৫ সালে ঘটে যাওয়া এই ঘটনার সময় ৯ম শ্রেণী পড়–য়া ভুক্তভোগী ওই কিশোরী এখন ৩ সন্তানের জননী। দীর্ঘ ২২ বছর পর পেকুয়ার মগনামায় সংঘটিত এ ঘটনায় করা মামলার রায় পেলেন সেদিনের সেই কিশোরী হাছিনা বেগম। মামলার রায়ে আসামী আবুল কালামকে ১০ বছরের সাজা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালতে এই রায় দেয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সুলতানুল আলম জানান, সেদিন নিজ বাড়িতে পড়ার টেবিলে হাছিনা বেগমকে দুই বোতল এসিড নিক্ষেপ করেছিলো আবুল কালাম। ২৭ বছরের বিচারিক কার্যক্রম শেষে আসামী আবুল কালামকে আদালত ১০ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমান করেন।

পাঠকের মতামত: