কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কক্সবাজারে নির্মাণাধীন অবৈধ ভবন উচ্ছেদ শুরু করেছে কউক

কক্সবাজারে অনুমতি ছাড়াই সরকারি জমিতে নির্মাণাধীন বহুতল ভবনে উচ্ছেদ অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১ টার দিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ড লাইট হাউজ এলাকায় এ অভিযান শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত তিনমাস ধরে প্রকাশ্যে দুইটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে লাইট হাজউ এলাকায়। সরকারি জমিতেই ভবন নির্মাণ করে যাচ্ছে আলী জোহর নামে এক ব্যক্তি। বর্তমানে তিনতলা ভবনের কাজ শেষ করেছে। একই পাশে আক্তার নামে আরেক ব্যক্তিও একতলার কাজ শেষ করে দুতলা ভবনের কাজ শুরু করেছে। তাদের দুইটি অবৈধ ভবনে উচ্ছেদ অভিযান চলে।

উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ বলেন, ‘সকাল ১১ টার দিকে অভিযান শুরু হয়েছে। অভিযানে লাইট হাউজ এলাকায় অবৈধ দুটি বহুতল ভবন ভেঙে দেয়া হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। দিনব্যাপী আরো বিভিন্ন জায়গায় অভিযান চলবে।’

পাঠকের মতামত: