কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ায় ১ লক্ষ ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ার রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় একটি সন্দেহজনক ছোট নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে বিসিজি স্টেশন হিমছড়ি কর্তৃক এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অভিযানের সময় পাচারকারীরা দূর থেকে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে পানিতে লাফ দিয়ে ঝাউবনের গহীনে পালিয়ে যায়। এ কারণে ওই অভিযানে মাদক পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নৌকাটিতে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়। জব্দৃকত ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

পাঠকের মতামত: