কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কক্সবাজারে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

ইয়াবার মামলায় শহিদুল ইসলাম শাহেদ (৩২) নামের এক যুবককে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২মার্চ) দুপুরে কক্সবাজার যুগ্ন দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান।

দন্ডপ্রাপ্ত আসামি ফেনী জেলার সদর উপজেলার পূর্ব ছিলোনিয়াস্ত দরবেশ মৌলভী বাড়ির আব্দুল মতিনের ছেলে।
আসামী পলাতক।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট আব্দুর রউফ জানান, গত ২০১৮ সালে চকরিয়া হাইওয়ে পুলিশ এক হাজার পিস ইয়াবা সহ শহিদুল ইসলাম শাহেদকে গ্রেপ্তার করে। ওই মামলায় স্বাক্ষী প্রমাণ সাপেক্ষে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ কারাদণ্ড দেন।

এদিকে গত সোমবার একই আদালত আরেকটি মাদকের মামলায় আব্দুল আলম (২৮) নামের যুবককে ৭ বছর কারাদণ্ড প্রদান করেন।

একইভাবে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২মাস কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার মৃত জাকের হোসেনের ছেলে। আসামি কারাগারে রয়েছে।

পাঠকের মতামত: