কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কক্সবাজারে রেডজোন অমান্য করায় দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম::

রেডজোন ও লকডাউন আমান্য করে দোকান খোলা রাখায় কক্সবাজার শহরের বাজারঘাটার সাজ্জাদ ইলেকট্রনিক্স এর মালিককে সর্তকতা মূলক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৯ জুন (মঙ্গলবার) করোনা সংক্রমণ ঠেকাতে এবং রেডজোন ও কঠোর লকডাউন বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমান টিম এই জরিমানা করেন।

জানা যায়, ওই সাজ্জাদ ইলেকট্রনিক্স এর মালিক প্রতিবারই সরকারী নির্দেশনা অমান্য করে এসব অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকে। সব দোকান বন্ধ রাখলেও তার দোকান বন্ধ রাখে না।

ওই ওয়ার্ডে রেডজোন বাস্তবায়নে দায়িত্বরত বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক বলেন, যেখানে করোনা সংক্রমনের ঝুঁকি ঠেকাতে প্রশাসনের পাশাপাশি জনতাও মাঠে নেমেছে। সেখানে ওই ইলেকট্রনিক্স এর মালিক কাউকে পরোয়া না করে দোকান খোলা অব্যাহত রাখে। তাই প্রশাসনের আজকের এই জরিমানাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি বলেন, সরকারী নির্দেশনা রেডজোন ও লকডাউন অমান্য করে দোকান খোলায় প্রথম পর্যায়ে সর্তক করে এই অর্থদন্ড করা হয়েছে। পরবর্তীতে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: