কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কক্সবাজারে লকডাউন চলাবস্থায় সকল ব্যাংক বন্ধ থাকবে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::

করোনা ভাইরাস জনিত লকডাউন চলাবস্থায় কক্সবাজারের সমস্ত বাণিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ থাকবে। বৃহস্পতিবার ৯ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সাইট সুপারভিশন শাখার উপমহাব্যাবস্থাপক মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত ১১ নম্বর সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারের ৪র্থ নাম্বর ক্রমিকে বলা হয়েছে, “সরকার/স্থানীয় প্রশাসন কর্তৃক প্রদত্ত ঘোষণা অনুসারে লকডাউন (Lockdown) এলাকার ব্যাংক শাখা সমুহ বন্ধ থাকবে।”

এ বিষয়ে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসিবিএল) কক্সবাজার শাখার সিনিয়র অফিসার হাসান মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, দেশের সকল তফশিলী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রনাধীন। তাই কক্সবাজারে লকডাউন চলাবস্থায় বাংলাদেশ ব্যাংকের ৯ এপ্রিল জারীকৃত সার্কুলার অনুসারে কক্সবাজারে তাদের ব্যাংকের সকল শাখা বন্ধ থাকবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন গত ৮ এপ্রিল ৪৫ নম্বর স্মারকমূলে এক গণবিজ্ঞপ্তি জারি করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অনির্দিষ্টকালের জন্য পুরো কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষনা করেন।

পাঠকের মতামত: