কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ ইয়াবা বিক্রেতা আটক

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে ইয়াবা পাচারকালে দুই পাচারকারীকে আটক করেছে।

বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ৭ মে (বৃহস্পতিবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় দিনব্যাপী কক্সবাজার সদর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল করে ইয়াবা পাচারের সময় তল্লাশী করে ৫৫০০(পাঁচ হাজার পাঁচশত)পিস ইয়াবাসহ পাচারকারীকে আটক করে।

আটক আসামীর নাম মোঃ সাইফুল ইসলাম (২৫) পিতা- জহিরুল ইসলাম, সাং- কোচপাড়া, চিরিঙ্গা, চকরিয়া-কক্সবাজার।মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে, যার নং- CBZ 150 CC মোটর সাইকেল।

অপরদিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনব্যাপী অভিযানে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ আরেক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

আটককৃত আসামীর নাম এরফানুল হক (৩২)পিতা- মোঃ নুরুল হক,সাং – ঈদগাঁও পূর্ব লরাবাগ ( ফজুবাড়ি), ২ নং ওয়ার্ড, জালালাবাদ ইউনিয়ন, কক্সবাজার সদর।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে
কক্সবাজার সদর মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এবং কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পাঠকের মতামত: