কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কক্সবাজার মেডিকেলে ৪ রোহিঙ্গাসহ ২৫ জনের করোনা শনাক্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার (২৫ মে) নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সেখানে- কক্সবাজার সদর ৭, চকরিয়া ৮, কুতুবদিয়া ১, মহেশখালী ১, উখিয়া ২, বান্দরবান ২ এবং রোহিঙ্গা ৪ জন।

সোমবার মোট ৯০ জনের স্যাম্পল টেস্ট হয়েছে।

সেখানে বাকি ৬৯ জনের রিপোর্ট নেগেটিভ রিপোর্ট এসেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
এনিয়ে কক্সবাজার জেলায় সোমবার ২৫মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩৫২ জন। করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী ২৯জন সহ মোট করোনা রোগী ৩৮১জন।

সোমবার ২৫ মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ২৫জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭জন, চকরিয়া উপজেলায় ৮জন, উখিয়া উপজেলায় ২জন, মহেশখালী উপজেলায় ১জন ও কুতুবদিয়া উপজেলায় ১জন। বান্দরবান জেলায় ২ জন। ৪জন রোহিঙ্গা করোনা রোগী সনাক্ত করা হয়।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ১৩১ জন, কক্সবাজার সদর উপজেলায় ১১৮ জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ২৯জন, উখিয়া উপজেলায় ৪৭ জন, টেকনাফ উপজেলায় ১৫জন, রামু উপজেলায় ৮জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৯জন।

কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৪জন করোনা রোগী। মোট ৬৪জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পাঠকের মতামত: