কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

করোনার প্রথম সারির যোদ্ধা হিসেবে টিকা নিলেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সংবাদিকরা

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::
করোনার প্রথম সারির যোদ্ধা হিসেবে  টিকা নিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি সহ সাংবাদিকরা
৯ ফেব্রোয়ারী (মঙ্গলবার) সকাল ১১টায় প্রেস ক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরীর সহ নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব  কর্মরত স্থানীয় সাংবাদিকরা
নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে দলবদ্ধ ভাবে উপস্থিত হয়ে
করোনা সংক্রমণ রোধে টিকা নোন।
টিকা গ্রহণ করেন প্রেস ক্লাব অর্থ-সম্পাদক মো, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, সদস্য  মাহমুদুল হক বাহাদুর, মো,তৈয়ুব উল্লাহ,মো,ইউনুছ প্রমূখ।
টিকা নেওয়ার পর এক প্রেস ক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী বলেন, আজ আমরা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের নিয়ে করোনা ভাইরাস এর (টিকা) গ্রহণ করেছি। আপনারা সবাই কারো গুজবে কান দিবেন না। সবাই  র্নিভয়ে এই করোনা প্রতিরোধ  টিকাটি (ভ্যাকসিন) নিয়ে নিন, এসময়
স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,আবু জাফর মো, ছলিম জানান, করোনা সংক্রমণ রোধে ৮৬০ জনের  টিকা পৌঁছেছে।  গত ৭ ফেব্রোয়ারী সারাদেশ ব্যাপী একযোগে করোনা সংক্রমণ টিকা উদ্বোধনের পাশাপাশি আমরাও উদ্বোধনের মাধ্যমে টিকা দেওয়া শুরু করেছি। তবে কিছু গুজবের কারনে প্রথম দিন মানুষ টিকা কম নিলেও পরে মানুষ গুজবের মিথ্যাবানীর  কথা জানতে পেরে দিন দিন টিকা গ্রহণের সংখ্যা বেড়েই চলছে। এই টিকা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। পরর্বতীতে আরও চাহিদা অনুযায়ী টিকা আসার কথা রয়েছে। সরকারি নিয়ম মেন সবাইকে টিকার  রেজিষ্ট্রেশন করে টিকা দেওয়ার অনুরোধ জানান।
গত ৭ ফেব্রোয়ারি থেকে আজ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক ও স্বাস্থ্যসেবা কমর্মীরা।

উল্লেখ্য,  গত ৭ ফেব্রোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মকর্তা আবু জাফর মো, ছলিম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিকরা  ভ্যাকসিনের প্রথম ড়োজ(টিকা) নিয়েছেন,আগামি একমাস পর ২য় ড়োজ টিকা দেওয়া হবে।

পাঠকের মতামত: