কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

করোনায় কর্মহীন পরিবারের মাঝে রওশন-ফাতেমা ফাউন্ডেশন

সংবাদদাতা::

করোনায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে উন্নয়ন সংস্থা রওশন- ফাতেমা ফাউন্ডেশন, রওফা।

বুধবার বিকেলে রামুর রশিদ নগর মাছুয়াখালী গ্রামে এসব ঈদ উপহার বিতরন করা হয়।

করোনাকালীন সময়ে মানুষ এখন ঘরবন্দী, জীবিকার তাগিদে অনেকেই ঘর থেকে বের হলেও বেশীর ভাগই মানুষ কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়েছে। এসব কিছু বিবেচনায় রওফা ফাউন্ডেশন অসহায় এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। রওফার চেয়ারম্যান সেজুঁতি তৌফিক ভিডিও বার্তায় অসহায় এসব মানুষদের উদ্দেশ্যে বলেন, শুধু ঈদ উপহারের মধ্যে ফাউন্ডেশনের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি অসহায় নারী ও শিশুদের আইনী সহায়তা, পরিবেশ রক্ষাসহ নারী উন্নয়নমূলক কাজ করবে। এই ধরনের কাজে রওফার চেয়ারম্যান সকলের সহযোগিতা চেয়েছেন।

এদিকে ঈদ উপহার পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ। তারা বলেন, এ পর্যন্ত তারা কোন সহায়তা পায়নি। তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা প্রত্যাশা করেছেন।

মাছুয়াখালী গ্রামের কর্মহীন ৫০ পরিবারকে দেয়া হয় ঈদ উপহার সামগ্রী। অনুষ্ঠানের মিডিয়া সহযোগী ছিলেন টিটিএন।

পাঠকের মতামত: