কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

করোনায় মারা গেলে শাহাদতের মর্যাদা পাওয়া যায়?

প্রশ্ন : করোনায় আক্রান্ত হয়ে আমার বাবা মারা গেছেন। আমার প্রশ্ন হলো, করোনায় মারা গেলে কি শাহাদতের মর্যাদা দেওয়া হয়? এ বিষয়ে ইসলাম কী বলে?

উত্তর : একজন মুসলমান যদি আল্লাহর জন্য নিজের সবটা দিয়ে যুদ্ধ করে শহীদ হন, তাহলে তিনি শাহাদতের মর্যাদা পান। সুতরাং যুদ্ধের ময়দানে কেউ মারা গেলে তিনি শহীদ। তবে যাঁরা মহামারিতে মারা যান, তাঁরা শহীদ হবেন কি না তা নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে। রাসুল (সা.)-এর যে হাদিস রয়েছে, সেটা তাউন আক্রান্ত হয়ে কেউ মারা যান তাহলে তিনি শাহাদতের মর্যাদা পাবেন। সে ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে। প্রথমত, আল্লাহর ফয়সালাকে পরিপূর্ণভাবে মানতে হবে। দ্বিতীয়ত, এই অবস্থায় কোনো রকম অস্থির না হয়ে ইবাদত করতে হবে। তাহলে তিনি শাহাদতের মর্যাদা পাবেন। তাউন হলো প্লেগ রোগ। কারণ তখন সেটা পরিচিত মহামারি ছিল। তাই ইঙ্গিত পাওয়া যায়, যেসব রোগ মহামারি সেগুলোকেই তাউন বলা হয়েছে। তাই বলতে পারি, ব্যাপক মহামারিতে কেউ যদি আক্রান্ত হন এবং তিনি যদি ইমানি হন, আল্লাহর ওপর বিশ্বাস রাখেন, তাহলে তিনি শাহাদতের মর্যাদা পাবেন। কিন্তু, শহীদ বলা যাবে না।

পাঠকের মতামত: