কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

করোনা সংক্রমণ রোধে উখিয়াবাসীর প্রতি যে নির্দেশনা ইউএনও

কোভিড-১৯ সংক্রমণ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনাসমূহ উখিয়া উপজেলার সর্বত্র প্রতিপালনের জন্য সকলকে অনুরোধ করা হলো।

১. সকল ধরনের জনসমাগম সীমিত করা হলো। অনুমতি ব্যাতিরেকে কোন ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় আয়োজনে জনসমাগম করা যাবেনা।

২. মসজিদ ও সকল ধর্মীয় উপসনালয়ে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

৩. ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

৪. প্রধানমন্ত্রীর কার্যালয়ের ও জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজার কর্তৃক প্রদত্ত অন্যান্য নির্দেশনাসমূহ পরিপূর্ণভাবে মেনে চলতে হবে।

উক্ত আদেশসমূহ অবিলম্বে কার্যকর হবে ও লংঘনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: