কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

‘কাল দুপুরে কারামুক্ত হতে পারেন খালেদা জিয়া’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্যে মুক্তি দেয়ার সুপারিশ করেছে সরকার। এখন আইনি প্রক্রিয়া শেষ হলেই তিনি কারামুক্ত হবেন। এরইমধ্যে আইন মন্ত্রণালয় থেকে সুপারিশের কপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আগামিকাল দুপুরের মধ্যে বাকি প্রক্রিয়া শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান।

মঙ্গলবার দুপুরে এই কথা জানিয়েছেন তিনি। সচিব জানান, আগামীকালের (বুধবার) মধ্যেই সেই প্রক্রিয়া শেষ হবে।

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে কারাবন্দি বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান এ সংক্রান্ত সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শর্তে বলে হয়েছে, এই ছয় মাস তাকে নিজের বাসায় থাকতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না।

মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক গুলশানে তার বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

আনিসুল হক বলেন, মানবিক কারণে খালেদা জিয়ার বয়স বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তার সাজা স্থগিত করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শর্ত হচ্ছে, তিনি এই সময়ে বিদেশে যেতে পারবেন না এবং তাকে নিজ বাসায় থাকতে হবে।

পাঠকের মতামত: