কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

গরুর নাড়িভুড়ি খাওয়ার হুকুম

প্রশ্নঃ গরুর নাড়িভুড়ি খাওয়ার হুকুম কি? হালাল প্রাণীর কোন অঙ্গ খাওয়া নিষেধ?

উত্তরঃ গরুর নাড়ি তথা রগ খাওয়া জায়েজ নয়। তবে ভুড়ি খাওয়া জায়েজ আছে। তবে ময়লা থেকে পরিস্কার করে নেয়া আবশ্যক।

হালাল পশুর ৭টি অঙ্গ হারাম। যথা- ১) প্রবাহিত রক্ত। ২) নর প্রাণীর পুং লিঙ্গ। ৩) অন্ডকোষ। ৪) মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ। ৫) মাংসগ্রন্থি। ৬) মুত্রথলি। ৭) পিত্ত। এছাড়া বাকি সবই খাওয়া জায়েজ। (সূরা আরাফ আয়াত নং ১৫৭)

পাঠকের মতামত: