কক্সবাজার, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

চকরিয়ায় অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী আটক

কক্সবাজারে চকরিয়ায় স্থানীয় জনতার সহায়তায় আবু তালেব (৮) নামে অপহৃত এক শিশুকে মঙ্গলবার রাতে ডুলাহাজারা স্টেশন থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অপহরণকারী ভ্যানচালক মো. জসীম উদ্দিনকেও আটক করা হয়। এ ঘটনায়
শিশুর ভিক্ষুক বাবা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা রুজু করেন।

বুধবার শিশুটিকে আদালতের মাধ্যমে তার বাবার কাছে হস্তান্তর এবং অপহরণকারী জসীমকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে ফুসলিয়ে অপহরণ করে মহেশখালীতে নিয়ে যাচ্ছিল অপহরণকারী ভ্যানচালক। পরে স্থানীয় জনতার সহায়তায় শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে জনরোষ থেকে আটক করে পুলিশ।

অপহরণের হাত থেকে রক্ষা পাওয়া শিশুর বাবা নূর মোহাম্মদ বলেন, ‘আমি ভিক্ষা করে সংসার চালাই। আমার একমাত্র শিশুকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে অপহরণ করা হয় লোভ দেখিয়ে। পরে পুলিশ শিশুটিকে অপহরণকারীর কবল থেকে উদ্ধারের পর আদালতের মাধ্যমে আমার কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘অপহরণের পর শিশুটিকে স্থানীয় জনতার সহযোগীতায় উদ্ধার এবং অপহরণকারীকে আটক করা হয়। পরে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা রুজু করে। পরে আদালত শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর এবং অপহরণকারীকে জেলহাজতে প্রেরণ করেন।’

পাঠকের মতামত: