কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় গাড়ি ছিনতাইকালে অস্ত্রসহ আটক ২

কক্সবাজারের চকরিয়ায় টমটম গাড়ি ছিনতাইকালে অস্ত্র ও গুলিসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তারা হলেন কক্সবাজার সদর উপজেলার সিটি কলেজ গেট এলাকার মো. ইউছুপের ছেলে মো. ইউনুছ (২০) ও মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নূর মোহাম্মদের ছেলে মো. রায়হান (২৮)।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চকরিয়া পৌর শহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টায় চকরিয়ার মগবাজার এলাকা থেকে টমটম ভাড়া নিয়ে পৌর শহরের চিরিঙ্গা যাওয়ার পথে তারা টমটম চালক মো. হোসেনকে মারধর করে টমটম গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় টমটম চালক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে পাকড়াও করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি এলজি ও একটি গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকরীরা জানায়- সোমবার তারা চকরিয়া থেকে আরও একটি টমটম ছিনতাই করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, দুই ছিনতাইকারীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: