কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে শিশু নিখোঁজ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পানিতে ডুবে মো. ওমর ফারুক (৫) নামের এক শিশু নিখোঁজ রয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বেগম আয়েশা উচ্চ বিদ্যালয় পয়েন্টে এ ঘটনা ঘটে।
মাতামুহুরী নদীতে নিখোঁজ ওমর ফারুক ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক। তিনি বলেন, সোমবার সকালে ছেলে ওমর ফারুককে নিয়ে তার মা নদীতে কাপড় ও আসবাবপত্র ধুতে যান। মা কাপড় ধোয়ার কাজে ব্যস্ততার এক ফাঁকে ওমর ফারুক নদীতে নেমে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে সে নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও শিশু ওমর ফারুকের সন্ধান পায়নি। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালালেও রাত ৯ টা পর্যন্ত ওই শিশুর খোঁজ পাওয়া যায়নি।
পূর্বকোণ

পাঠকের মতামত: