কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা জব্দ করা হয়। রবিবার (৩০ মে) ফিরিঙ্গিবাজার ও বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩১) ও টেকনাফ পৌরসভার মৃত মো. আলী হোসেনের ছেলে মো. শাহ আলম (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট এলাকার বাস টার্মিনাল থেকে জাহিদকে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে ফিরিঙ্গ বাজারের ব্রিজঘাট এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত: