কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে একদিনে শনাক্ত ১৬, আক্রান্ত বেড়ে ১০৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৫ জন হলো।

সোমবার (৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ যার মধ্যে ২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জন চট্টগ্রামের ও ছয়জন অন্য জেলার বাসিন্দা।

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে নগরীর দামপাড়া পুলিশ লাইনসের ৩৫ ও ২৫ বছর বয়সী দুইজন, এনায়েত বাজারের ৪৭ ও ২১ বছর বয়সী দুইজন, দক্ষিণ হালিশহর বন্দরের ৩৪ ও ৭৫ বছর বয়সী দুইজন, পাহাড়তলীর ৩৭ ও ৪২ বছর বয়সী দুইজন, আকবরশাহ এলাকার ৫১ বছর বয়সী একজন, উত্তর কাট্টলী আগ্রাপাড়ার ৭০ বছর বয়সী একজন, সিএমএইচের ২৫ বছর বয়সী একজন, বিআইটিআইডির ৪৮ বছর বয়সী একজন, সীতাকুণ্ডের বড় কুমিরার ৩০ বছর বয়সী একজন, পটিয়ার ৪৫ বছর বয়সী একজন, বাঁশখালীর ৪৫ বছর বয়সী একজন এবং লোহাগাড়ার ২৭ বছর বয়সী একজন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। মারা গেছেন সাতজন। এছাড়া আরো পাঁচজন অন্য জেলায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন।

পাঠকের মতামত: