কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আ’লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মো. হোসেন মুরাদ নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার নগরের বন্দর থানার মুনিরনগর এলাকার নিজ বাসায় মারা যান তিনি। উপসর্গ থাকায় চারদিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

হোসেন মুরাদ (৫২) নগরের মুনিরনগর ওয়ার্ড (সাংগঠনিক) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।  স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩৭ নম্বর উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, উপসর্গ দেখা দেওয়ায় চারদিন আগে হোসেন মুরাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে ফলাফল এখনো আসেনি। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বুধবার সকালে তার মৃত্যু হয়। পরীক্ষার ফলাফল হাতে পেলে জানা যাবে করোনা আক্রান্ত ছিলেন কিনা।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে গেছে। দাফনের বিষয়ে পরিবার এবং প্রশাসন যে সিদ্ধান্ত নেবে পুলিশ সেভাবে সহযোগিতা করবে। সমকাল

পাঠকের মতামত: