কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

প্রথম করোনা রোগীর ছেলে

চট্টগ্রামে দ্বিতীয় করোনা রোগী সনাক্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত হওয়া ৬৭ বছরের বৃদ্ধের ছেলের দেহে এবার রোগটি পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো দুইজনে।

রোববার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়। চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হওয়া রোগীর পরিবারের চারজনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে শুধু ছেলের পজেটিভ এসেছে। বাকি তিনজনের নেগেটিভ। স্বাধীনতা চিকিৎসক পরিষদের করোনাবিষয়ক সেলের বিভাগীয় সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, আজ রোববার ৩৫ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এরমধ্যে একজনের করোনা ধরা পড়েছে। ওই রোগীর বয়স ৩৫।

এর আগে গত ২৫ মার্চ থেকে করোনাভাইরাসের পরীক্ষা কার্যক্রম চলছিল চট্টগ্রামের বিআইটিআইডিতে। এ পর্যন্ত ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে দুইজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

পাঠকের মতামত: