কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে নতুন আরও ৭৩ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আজকে তিনটি ল্যাবে এবং কক্সবাজার বাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫০১ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার মোট পজেটিভ ৭৯ জন। তারমধ্যে ৬ জন দ্বিতীয়বার পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। বাকি ৭৩ জন নতুন আক্রান্ত।

রবিবার (১৭ মে) রাত সোয়া ১১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিআইটিআইডি তে ২৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪১টি পজিটিভ। মহানগর’সহ চট্টগ্রামে ৪০টি পজিটিভ। মহানগর ২৩ টি, (৩ টি পুরাতন) এবং উপজেলায়-১৭ (বোয়ালখালী-৪, সীতাকুণ্ড -৩  পটিয়া- ৫, রাংগুনিয়া-৫) এবং ভিন্ন জেলায় ১টি। মোট নেগেটিভ ২০৬ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে
৮৭ টি নমুনা পরীক্ষায় ১২ টি পজিটিভ। চট্টগ্রাম জেলায় নেই, ভিন্ন জেলা ১২ জন।
মোট নেগেটিভ-৭৫ টি।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে চট্টগ্রামে ৬ টি পজিটিভ, লোহাগাড়া ৬টি। ৩১ টি নেগেটিভ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে  ৩৪ টি পজিটিভ।
চট্টগ্রামে ৩৩ টি, ভিন্ন জেলায় ১টি।

মহানগর ৩১টি (৩ টি পুরাতন) উপজেলায় ২টি। মোট নেগেটিভ ৯৬ টি।

পাঠকের মতামত: