কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে নতুন করে আরও ২২৯ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৪৫৭ জনের করোনার নমুনা পরীক্ষায় ২২৯ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৮৫ জন এবং উপজেলার ৪৪ জন।

চট্টগ্রামে তিনটি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২৮ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৬ টি পজিটিভ। মহানগরীতে ৩৬ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১০৬ টি নমুনা পরীক্ষায় ৪২ টি পজিটিভ। মহানগরের ১৭টি উপজেলায় ২৫ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৩৯ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৩২ জন, উপজেলায় ৭ জন।

অপর দিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ২২ টি নমুনা পরীক্ষায় ১২ টি পজিটিভ। ১২ জনই উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২ হাজার ৪২৯ জনে।

পাঠকের মতামত: