কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ চার রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৪ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, শুক্রবার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড় এলাকায় অভিযান চালিয়ে কালা উং চাকমা এবং বিজয় মালা চাকমা নামে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

দুপুরে খুলশী দামপাড়া জাকির হোসেন রোডে অপর একটি অভিযানে আড়াই হাজার পিস ইয়াবাসহ নুর হোসেন বাদশা নামে আরেক রোহিঙ্গা গ্রেফতার করা হয়। একই এলাকায় অপর একটি অভিযানে আড়াই হাজার পিস ইয়াবাসহ সৈয়দ হোসেন নামে আরেক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী ও খুলশী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান- প্রত্যেকে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা।

তারা টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার করে। এর আগেও তারা একাধিক ইয়াবার চালান পাচার করেছে।

পাঠকের মতামত: