কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক::

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখা।

রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনের শুরুতেই সকাল ৭ টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা করেন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। সকাল ১০ টায় কলেজ মসজিদে খতমে কোরআন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাজ মল্লিক সবুজ বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তিনি স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা আজ ১৭ কোটি বাঙ্গালী স্বাধীন সার্বভৌমভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রে বসবাস করতে পারছি। যতদিন পৃথিবীর এই দেশ এই মানচিত্র থাকবে ততদিন বাঙ্গালীর হৃদয়ে চির অমর হয়ে থাকবেন বঙ্গবন্ধু।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

পাঠকের মতামত: