কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে ২ হাজার রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক::

চতুর্থ দফায় ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন ২ হাজার ১২ জন রোহিঙ্গা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এসব রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের উদ্দেশে রওনা দেয় পাঁচটি জাহাজ।

এর আগে ভাসানচরে নেওয়ার জন্য গতকাল রবিবার কক্সবাজার থেকে এসব রোহিঙ্গাকে চট্টগ্রামে আনা হয়। তবে চতুর্থ দফায় তিন হাজারেরও বেশি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

এর আগে তিন দফায় রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হয়েছে। আবার সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩০৬ রোহিঙ্গাকে সাগর থেকে উদ্ধার করে ভাসানচরে পাঠানো হয়।

চলতি মাসের শেষ সপ্তাহে পঞ্চম দফায় উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের আরও একটি দলকে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: